চ্যানেল ১১ নিউজ২৪ ডেস্ক রিপোর্টঃ
নির্বাচন আসলে কোনভাবেই সুযোগ হাতছাড়া করতে চান না সোস্যাল মিডিয়ায় আলোচিত শিল্পী হিরো আলম
তবে নির্বাচন করতে এসে বারবার হোঁচট খাওয়াটাও নতুন কিছু নয়। এবারও ঘটলো তাই।
২০১৮ সালে জাতীয় নির্বাচনে অংশ নিতে যেতে হয়েছিলো উচ্চ আদালতের দ্বার পর্যন্ত। আবারো হাঁটলেন পুরোনো সেই পথেই।
এবারও মনোনয়ন বাতিল হলে দ্বারস্থ হলেন উচ্চ আদালতের এবং পেলেন বগুড়ার দুইটি আসনের উপনির্বাচনের টিকিট। নির্বাচনী প্রতীক চেয়েছিলেন সিংহ। কিন্তু নিবন্ধিত একটা দলের দলীয় প্রতীক হওয়ায় তিনি বেছে নিলেন একতারা প্রতীক।
এবারের নির্বাচনে তার সাথে কোন অন্যায় হলে তার কর্মী ও সাধারণ ভোটারদের সাথে নিয়ে মাঠেই জবাব দেবেন এবং জয়ের জন্য শেষ পর্যন্ত মাঠে থাকবেন