চ্যানেল ১১ নিউজ ( ডেস্ক রিপোর্ট )
হারুন মিয়া নামে স্থানীয় এক রোক নির্জন জঙ্গলে পাতা কাটতে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান। । পরে তিনি ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে মনির খানকে জানালে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যান।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বাঘাব মিয়াজি বাড়ির পশ্চিম পাশের জঙ্গলে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ নিহতের পরিচয় জানা যায়নি।
লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে লাশের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি গামছা পাওয়া গেছে।
নিহত নারীর হাতের আঙুলগুলির মাথা ব্লেড দিয়ে কাটা ছিলো।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতের কোনো এক সময় তাকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে।