মোঃ হাফিজুর রহমান
স্টাফ রিপোর্টার
...........................................
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার
৬ নং আদ্রা ইউনিয়নের পূর্ব থুরী গ্রামের মোঃ হাছেন আলীর স্ত্রী মানসিক ভারসাম্যহীন মোছাঃ বকুল বেগম গত ১৮/১১/২০২২ তারিখে আনুমানিক সকাল ১০ টার সময় নিজ বাড়ি হতে হারিয়ে যান।
হারিয়ে যাওয়া মাকে খুঁজে না পেয়ে পাগল প্রায় মেয়ে হাসি বেগম ও আত্মীয়স্বজনরা।
অনেক খোঁজাখুজির পর সন্ধান না পাওয়ায় ২২/১১/২০২২ তারিখে মেলান্দহ থানায় জিডি করেন আর অব্যাহত থাকে খোঁজাখুজি।
বকুল বেগম লম্বায় ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথায় লম্বা কালো চুল এবং হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো হালকা নীল রঙের মেকছি।
কেউ এই মহিলার সন্ধান পেলে ০১৯৯৬ ৩৪ ৩৩ ২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মেয়ে হাসি বেগম