মোঃ হাফিজুর রহমান (স্টাফ রিপোর্টার)
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপি’র সহ- সম্পাদক জামালপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি মেলান্দহ – মাদারগঞ্জের প্রিয় মুখ জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে গত ২৪ জানুয়ারী মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশ শেষে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি এডঃ আলহাজ্ব মনোয়ার হোসেন হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।