চ্যানেল ১১ নিউজ (ডেস্ক)
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার
বাট্রাজোড় গাজীর বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো এক মোটরসাইকেল আরোহীর।
গত রোববার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে।
শামীম(২৫) নামে নিহত যুবকের বাড়ি জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামে। সে উক্ত গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,নিহত যু্বক মোটরসাইকেল চালিয়ে লাউচাপড়া থেকে বকশীগঞ্জ আসছিলেন। আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাট্রাজোড় গাজীর বাজার রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।