চ্যানেল ১১ নিউজ ( ডেস্ক রিপোর্ট)
একটি প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনে প্রতিনিয়ত সারা বিশ্বের ফুটবল লিজেন্ড লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ ?
২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই এই প্রশ্ন জোরালো ! ৩৫ বছর বয়সী মেসি কি আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দৌড়াবেন, মাতাবেন ফুটবল মাঠ আর ভক্তদের হৃদয় ?
কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন এমন গুঞ্জন ছিলো ২০২২ বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই বলেছেন মেসি।
স্বপ্নময় ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে আরাধ্যের বিশ্বকাপ জয়ের পর মেসি বলেন, বিশ্বকাপ এই ফাইনালই আর্জেন্টিনার প্রিয় জার্সিতে তাঁর শেষ ম্যাচ নয়। তিনি ফুটবলে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে দেশের হয়ে আরও খেলে যেতে চান।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তো একরকম জোর দিয়েই বলেছেন,লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শুধু খেলেই যাবেন না, ২০২৬ সালে পরের বিশ্বকাপেও খেলবেন আশা করেন।