ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল
মোঃ আকতার মিয়া (বার্তা প্রধান)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় ১জন কৃষকের কাছে ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
গত ৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ভুট্টা মাড়াই মেশিনটি মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামের কৃষক এ কে এম রাশেদুল আমীনের কাছে ৫০% ভর্তুকি মূল্যে হস্তান্তর করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, সহঃ কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহাব, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহআলম, কৃষি উপ সহকারী মোঃ রোকনউজ্জামান রুকন প্রমুখ সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
২০২২-২৩ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রকীকরণ প্রকল্পের আওতায় এ বিতরণ করা হয়।