কম্বল বিতরন করছেন জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা
মোঃ আকতার মিয়া (বার্তা প্রধান)
শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত লাঘবে গরীব, অসহায় ও হতদরিদ্রের মাঝে প্রতিনিয়ত শীতবস্ত্র দিচ্ছেন জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন (ছানু)।
এর ধারাবাহিকতায় জেলার গেটপার এলাকায় হোটেল শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সন্ধ্যা ৭টার সময় ৫ শতাধিক কম্বল নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য দিলেন এই মানবিক মেয়র।
এসময় মেয়রের পক্ষে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন "জামালপুর প্রেসক্লাবের" সভাপতি হাফিজ রায়হান (সাদা), বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন প্রস্তুতি কমিটির ১নং সদস্য ও হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহবুল আকন্দ, নির্বাচন প্রস্তুতি কমিটির এহসান আলী,হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন আহমেদ ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন।
এসময় আরো উপস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য বৃন্দ।