মাদকদ্রব্য সহ আটক মাদক কারবারি নাজমা বেগম ও জহুরা বেগম
মোঃ আকতার মিয়া (বার্তা প্রধান)
জামালপুর জেলার পৌর শহর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহা পুর ফকিরপট্টি থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে জামালপুর জেলার গোয়েন্দা পুলিশ।
৩০ জানুয়ারী সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলীর নির্দেশে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করেন দুই মাদক কারবারিকে।
আটককৃতরা হলেন-মেগুর স্ত্রী নাজমা বেগম (৪৮),অপরজন হলো আলামিনের স্ত্রী জহুরা বেগম (৫৫)
গোয়েন্দা পুলিশ তল্লাশি করে তাদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন উদ্ধার করেন । উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (ক) ধারায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করে জামালপুর জেলার গোয়েন্দা পুলিশ।