পাথর ফেলে স্থলবন্দর রাস্তা বন্ধ
রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
বকশীগঞ্জ ধানুয়া কামালপুর স্থলবন্দর। জামালপুর জেলার একমাত্র স্থল বন্দর। মহান স্বাধীনতা যুদ্ধের বিজড়িত কামালপুর স্থলবন্দর থেকে বছরে কয়েক কোটি টাকা আয় করে বাংলাদেশ সরকার।
এমনকি এলাকার বেকার মানুষের কর্মসংস্থানের জায়গা এটি কিন্তু পারিবারিক কলহের কারণে স্থল বন্দরের পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে জানা যায়, সুরাইয়া বেগম নামে এক মহিলার সাথে স্থানীয় মোশারফ, বিপ্লব, রুবেল গংদের জায়গা জমির বিরোধের কারণে পাথর দ্বারা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
এই বিরোধের জেরে উভয় পক্ষের মামলা হয়েছে বেশ পূর্বেই । স্থলবন্দরের রাস্তা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শুল্ক ব্যবসা। এলাকার ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি অতিসত্বর এর সমাধান করা হোক।
এই বিষয়ে সুরাইয়া বেগমের সাথে কথা বললে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বিষয়টির ব্যাপারে তেমন একটা সৎ উত্তর না দিয়ে সকৌশলে এড়িয়ে যান এবং তার সাথে থাকা লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন