অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে জরিমানা করছেন সহকারী কমিশনার(ভূমি) জোহরা সুলতানা যুথী
চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে স্যালো মেশিন চালিত ১টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ী কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বিশ্বস্ত সূত্রে জানা যায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী উপজেলার ১১নং শ্যামপুর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো দীর্ঘদিন ধরে।
গত ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী এ অভিযান পরিচালনা করেন।
সদ্য যোগদানকারী এই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে মেলান্দহ থানার এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।
এই অভিযানে বালু ব্যবসায়ী ও ড্রেজার মালিক আজীদ(৩২) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।