জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন এর অন্তর্গত দাউদপুর গ্রামের জহুরুল ইসলাম এর সাথে সাত বছর থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে আবু বকর সিদ্দিকের।
জহুরুল ইসলাম বলেন "মেলান্দহ থানাধীন টনকি মৌজাস্থিত জমির পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক এবং দীর্ঘদিন যাবত ভোগ দখলে বিদ্যমান আছি, আমাকে নিরহ সহজ সরল পেয়ে বিবাদী আমার জমি জবর দখল করার পায়তারা করছে এবং বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ আর্থিক ক্ষতি সাধন করে আসছে। শুধু তাই নয় বিবাদীগণ আমার বসতবাড়ি হইতে বের হওয়ার যাতায়াতের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখে, টের পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন জমিতে বাধা প্রদান করলে বিবাদীরা আমার সাথে মারমুখী আচরণ করে"
ঘটনার সত্যতা জানতে সরেজমিনে গিয়ে জানা যায় ১ ফ্রেরুয়ারী সকাল আনুমানিক ৯ টার সময় জহুরুল ইসলামের দোঁচালা টিনের বসত ঘরটি প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী ছানোয়ারা বেগম ভাংচুর করে নিয়ে যায়।
ঘরের মালামাল লুটপাট করে নিয়েছে বলে ন্যায় বিচার দাবি করে জহুরুল ইসলাম অভিযোগ করেন।
বর্তমানে উক্ত ঘর ভেঙে ফেলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।