বিপিএল ২০২৩ আসরের সবচেয়ে হাই স্কোরিং ম্যাচ দেখলো ক্রিকেট দুনিয়া। সিলেটে পর্বে বিপিএলের ৩২ তম ম্যাচ ছিলো গতকাল। আর এই ম্যাচে আগুন ঝরেছে উভয় দলের ব্যাটসম্যানদের ব্যাট থেকে। তাণ্ডব চালিয়েছে খুলনা টাইগার্স এবং কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা বোলারদের উপর।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ক্রিকেটের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের ৯৫ রান এবং শাই হোপের ৯১ রানে কুমিল্লার সামনে ছুঁড়ে দেয় ২১১ রানের আকাশসম টার্গেট।
কিন্তু ২১১ রানের পাহাড়সম টার্গেটকেও মামুলি টার্গেট বানিয়ে বোলারদের তুলোধুনো করলেন কুমিল্লার মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লস।
৭৩ রান করে মোহাম্মদ রিজওয়ান আউট হলেও অন্য প্রান্তে ব্যাটে ঝড় তুলেন ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটার জনসন চার্লস। ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। জনসন চার্লসের ১০৭ রানের সুবাদে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়াস।