অগ্রণী ব্যাংক লিমিটেড বালিজুড়ী বাজার শাখার ব্যবস্থাপকের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭ টায় অগ্রণী ব্যাংক বালিজুড়ী বাজার শাখার সভাকক্ষে সিনিয়র অফিসার/ ব্যবস্থাপক খোরশেদুল আলম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক বালিজুড়ী বাজার শাখার সিনিয়র অফিসার শফিউল আলম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, মাদারগঞ্জ এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষক মোবারক হোসেন তালুকদার লাভলু, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সিনিয়র অফিসার ফজলুল হক ফজলু, অফিসার কামরুল হাসান, বৈশাখী বাজাজ এর স্বত্তাধিকারী রঞ্জু মিয়া, মাদারগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির মিডিয়া বিষয়ক সম্পাদক আহসান হাবিব বিন্দু, খোকন আহম্মেদ প্রমুখ সহ সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে খোরশেদুল আলম ৭ নভেম্বর/২০১৮ সালে অগ্রণী ব্যাংক লিমিটেড বালিজুড়ী বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। রোববার নতুন কর্মস্থল অগ্রণী ব্যাংক লিমিটেড যমুনা সার কারখানা সরিষাবাড়ি শাখা,জামালপুর এ যোগদান করবেন তিনি। মাদারগঞ্জের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন ব্যবস্থাপক খোরশেদুল আলম।
অগ্রণী ব্যাংক লিমিটেড বালিজুড়ী বাজার শাখা কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।