মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক কার্যক্রমের আওতায় মাদারগঞ্জেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের মুকুন্দবাড়ী বাজারে শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সোলাইমান হক কর্তৃক উদ্বোধন এর মধ্য দিয়ে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম ওসমান গণি চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রকিবুল হাসান রকিব মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহম্মেদ, আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান সম্রাট, আদারভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম আকন্দ, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি জুলহাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মুক্তার আলী।
আরো উপস্থিত ছিলেন মুকুন্দ বাড়ি এলাকার সমাজসেবক এন.এম আবু সাঈদ আকন্দ, আলহাজ্ব মজিবর রহমান আকন্দ, সাবাজ উদ্দিন আকন্দ, জসমত আলী আকন্দ, আবু সামা তারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান শিমুল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ। সৌজন্যে- অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লাঞ্জু।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান শিমুল বলেন " আমাদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন" সারা দেশেই ধারাবাহিক ভাবে সমাজের সুবিধা- বঞ্চিত অসহায় নারী পুরুষ ও শীশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে । এরই অংশ বিশেষ মাদারগঞ্জে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। তবে সমাজের সুবিধা- বঞ্চিত অসহায় নারী পুরুষ ও শিশুদের কল্যাণে পাশে আছে এবং থাকবে। যাতে আগামী দিনে আরো বৃহৎ আকারে এসব কর্মসূচীর আয়োজন করতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিঃ নং ১৩২৭৬।