আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৩ থেকে সৈয়দুর রহমান ট্রেডিং কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় জামালপুর শহরের প্রাণ কেন্দ্র বনপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম আউটার স্টেডিয়াম শুভ উদ্বোধন হবে জামালপুর পৌরসভার উদ্যোগে ” জামালপুর পৌর শিল্প ও বানিজ্য মেলা।
সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, গাড়ি পার্কিং,কঠোর নিরাপত্তা, মেলার পুরো মাঠ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং, মেলায় আগত সব দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য স্টল বা প্যাভিলিয়নের সামনে সানসেটের ব্যবস্থা নানান সব সুযোগ সুবিধা রেখে উক্ত মেলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর সভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সম্মানিত কাউন্সিলরগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।