চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামে বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ১০ টার দিকে বাড়ির পাশে গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
নিহত মহিলা উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে যান নিহত সুরাইয়া বেগম। আজিজুল হক মসজিদে ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ। পরে ডাক চিৎকারে লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান “আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে