কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গত ফুটবল বিশ্বকাপ ২০২২ বড় পর্দায় খেলা দেখা নিয়ে দন্দ্বের জেরে রাতুল মিয়া (২২) নামে এক যুবক নিহত।
গত (০৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নেওয়ার পথে যুবকের মৃত্যু হয়।
রাতুল মিয়া হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হাজী বাড়ীর মরহুম রফিকুল ইসলামের ছেলে।
স্থানীসূত্রে জানা গেছে, গত (০৫ ফেব্রুয়ারী) রবিবার দিবাগত রাতে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের ছুলু শাহ (র.) এর মাজারে ঔরশ মেলা দেখতে যায় রাতুল তার বন্ধুদের নিয়ে। ওইসময় গত ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার বড় পর্দায় খেলা দেখার দন্দ্বের জেরে একই গ্রামের আজিজ মিয়ার ছেলে বকুল, খোকন মিয়ার ছেলে মুন্না ও কবির হোসেনের ছেলে তালিব সহ আরও কয়েকজন রাতুল মিয়ার সঙ্গে বাকবিতন্ডা ও ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা রাতুলকে খুব মারধর করে। এতে রাতুল গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় (০৭ ফেব্রুয়ারী ) মঙ্গলবার সকালে ঢাকা নেওয়ার পথে যুবকের মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা অগ্নিসংযোগ ও বাড়িঘর ভাংচুর চালালে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণ করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানিয়েছেন- পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।