রাহিন হোসেন রায়হান(বকশিগঞ্জ প্রতিনিধি)
কয়েক বছর যাবত ধানের বাজার মন্দা যাওয়ায় ধানের ন্যায্য মূল্য পায়নি কৃষকেরা। গত বছরে ধানের কিছুটা মূল্য পাওয়ায় বকশীগঞ্জের কৃষকেরা এবার ব্যাপক উৎসাহে বোরো মৌসুমের আবাদ শুরু করেছে।
বকশিগঞ্জে এবার ব্যাপক আকারে ভুট্টা ও সরিষা আবাদ করে বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা তাই এখনও অনেক ফসলি মাঠ ভুট্টা ও সরিষার দ্বারা পরিপূর্ণ তাই কিছু কিছু জায়গায় বোরো ধানের আবাদ শুরু করেছে কৃষকেরা।
এবার সরকারের সাহায্য সহযোগিতায় কৃষকেরা মাঠে বোরো ধান আবাদের ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। সরে জমিনে দেখা গেছে সরিষার আবাদ শেষ করে কেউ কেউ বোরো ধানের আবাদ শুরু করেছে। কৃষকেরা জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন। সকালের শীত উপেক্ষা করে কৃষকেরা মাঠে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান জমির প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ জমির আইল ঠিক করছেন কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন কেউ জমিতে হাল দিয়ে আবার কেউবা জমিতে চারার রোপন কাজে ব্যস্ত সময় পার করছেন।
বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে চলতি বছর এই উপজেলায় ১৩৩৫০হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরেও এই উপজেলাতে বোরো ধান চাষের একই লক্ষ মাত্রা নির্ধারণ ছিল। তার মধ্য হাইব্রিড জাতের ৮৩৭০ হেক্টর, উফশি জাতের ৪৯৫০ হেক্টর, স্থানীয় জাত ৩০ হেক্টর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য আবহাওয়া অনুকূল থাকলে এবং সেচ ব্যবস্থাপনা ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬১১২৫ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলার জিন্না বাজার এলাকার একজন স্থানীয় কৃষক রফিক মিয়া জানায়, এ বছর প্রচন্ড শীত থাকায় কোল্ড ইনজুরি হয়ে অনেক চারা নষ্ট হয়ে গেছে তাই অন্য জায়গা থেকে চারা সংগ্রহ করে তা রোপন করতে হচ্ছে। তাই খরচ একটু বেশি। আবহাওয়া ভালো থাকলে আশানুরূপ ফসল পাওয়া যাবে।