এনামুল হাসান শাহিন (হোসেনপুর প্রতিনিধি)
কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষার্থীদের জমানো টাকায় প্রতিষ্ঠিত সংগঠন "শিশুদের হাসি ফাউন্ডেশন"। এটি সাধারণ শিক্ষার্থীদের হাতে গড়ে তোলা এক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
চ্যানেল ১১ নিউজ২৪.কম কে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শরফুদ্দিন আলম ভান্ডারী বলেন- আমরা বিগত প্রায় ৫ বছর যাবৎ অসহায়, হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা, এতিম-অনাথ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা, প্রতি ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করা, তীব্র শীতে বস্ত্রহীন মানুষদের শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ সামাজিক কাজ আমরা করে যাচ্ছি!
এছাড়াও আমরা প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে তাদের দোরগোড়ায় যাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে আমরা " শিশুদের হাসি পাঠাগার" নামে একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি! তিনি আরও বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা এবং আমাদের "শিশুদের হাসি ফাউন্ডেশন" অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।
উক্ত প্রতিষ্ঠানটি প্রথমে পাঠাগার দিয়ে শুরু করলেও সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে বাড়তে থাকে। এর মধ্য তারা অ্যাপলিকেশন সেবাও চালু করেছে। এই অ্যপলিকেশন ব্যবহার করে যে কেউ ঘরে বসেই বই পড়ার সুযোগ পাবে। করোনা কালীন সময়ে দেশের ৯০ পার্সেন্ট শিক্ষার্থী অনলাইনে যুক্ত থেকে শিক্ষাগ্রহণ সম্ভব হয়েছে।
এছাড়া "শিশুদের হাসি পাঠাগার" পিছিয়ে থাকা স্কুলগুলোতে বিজ্ঞান সেমিনার ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করছে। অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।