জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ গত ১১ ফেব্রুয়ারী ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা আকন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত যৌথ বর্ধিত সভা ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেলান্দহ মাদারগঞ্জ থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ,সাবেক সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক সহ সভাপতি হাজী দিদার পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, সাবেক সম্মানিত সদস্য আলহাজ্ব শফিক জাহেদী রবিন, জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এমদাদ, সম্মানিত সদস্য ও ৭নং চরবাণী পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ডাঃ মিজানুর রহমান, মোঃ মফিজ উদ্দিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
যৌথ বর্ধিত সভা ও শান্তি সমাবেশে প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বর্তমান সরকারের নানান উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।