এনামুল হাসান শাহিন (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জের হোসেনপুরে আমের মুকুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হতে পারে হোসেনপুরে।
আমগাছের দিকে তাকালেই চোখে ভেসে আসে আমের মিষ্টমধুর মুকুলের বাহার! চোখ জুড়িয়ে যায়। সেই আমের মুকুল আমাদের মধুমাসের (ফলের মাস) আগমনের বার্তা দিচ্ছে। প্রতিটি জাতের আমগাছে মুকুল এসে অপরূপ সুন্দর সাজে সাজিয়ে দিয়েছে। কিছুদিন পর অপরূপ সাজে সাজবে ফলের বাহার। আম, জাম, লিচু আর কত কি!
প্রাকৃতিক দূর্যোগ না হলে আমের আশানুরূপ ফলনের আশা করছেন আম চাষীরা। প্রচুর পরিমাণে বাম্পার ফলন হতে পারে।
আমের মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রকার কীটনাশক স্প্রে করা হচ্ছে আম গাছে। আমচাষীরা আমগাছের পরিচর্যা করছে রীতিমতো। হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে বাড়ীর উঠোনে, পুকুর পারে, রাস্তার পাশে বিভিন্ন আঙ্গিনায় গাছে গাছে আমের মুকুলের হাতছানি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১ হেক্টর আমবাগানে প্রায় অর্ধলক্ষাধিক আমগাছ রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েস বলেন, দেশীয় জাতের আমগাছে মুকুল পূর্বে চলে এসেছে। তবে বিভিন্ন রোগ-বালাই থেকে আম সুরক্ষার জন্য ঔষধ ও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন উপজেলা কৃষি অফিস।