চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার "ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি" স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজার এবং রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি রেলওয়ে স্টেশন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের সচেতনতা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, পরিচালক আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসাইন, অর্থ সম্পাদক মোঃ হারুন মল্লিক, সহ অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সরিষাবাড়ী কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার রফিকুল ইসলাম, জিন্নাত, মুক্তাদির,আতিক, সানজিদা, মিতু সহ আরো অনেকেই।
এসময় তিনশতাধিক অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং ২৫০শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
এ ধরনের মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন উক্ত এলাকার সুধীমহল।