মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
বাংলাদেশ ছাত্রলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকালে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে অনু্ষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি।
ত
সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ সভাপতি আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন হাসানের সঞ্চালনায়
বার্ষিক এ সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ছাত্রলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার কমিটিতে আগামী ১ বছরের জন্য মোঃ আব্দুল্লাহ কে পুনরায় সভাপতি ও সুজন হাসানকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।