মোঃ রবিউল ইসলাম (স্টাফ রিপোর্টার)
জামালপুর পৌরসভার আয়োজনে মাসব্যাপী পৌর ফাল্গুন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় এডভোকেট আব্দুল হাকিম আউটার স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী ফাল্গুন মেলার উদ্বোধন করা হয়।
জামালপুর পৌরসভার মেয়র ও ফাল্গুন মেলার সভাপতি মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
জামালপুর পৌরসভার কাউন্সিলর বিজু আহাম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাল্গুন মেলায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন।
ফাল্গুন মেলায় সার্কাস, নাগরদোলা, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা সহ খাবার ও পণ্যের দোকান রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ফাল্গুন মেলা খোলা থাকবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।