চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে দেশবাসী। দিবসটি উপলক্ষে রোববার সারাদেশে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি। এর ধারাবাহিকতায় মেলান্দহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি।
প্রথম প্রহরে উপজেলার শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুথী, মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ,উপজেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম রেজা সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।