এনামুল হাসান শাহিন (কিশোরগঞ্জ প্রতিনিধি)
হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে পাঠ্য সহায়ক বই উপহার দিয়েছে শিশুদের হাসি ফাউন্ডেশন।
গতকাল ২০ ফেব্রুয়ারি (সোমবার) মেয়েটির হাতে বই তুলে দেওয়া হয়।হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আসমা বেগম মেয়ের হাতে বইসেট উপহার হিসেবে তুলে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, হাকিম তানিম সহ শিশুদের হাসি ফাউন্ডেশনের সক্রিয় সদস্য ইশান হাসান রানা ও সাব্বির হোসেন শান্ত প্রমুখ।
উপকারভোগী হাফসা আক্তার পূর্ব দীপেশ্বর গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। সে দশম শ্রেণীর ভোকেশনাল শাখার মেধাবী শিক্ষার্থী।
অল্প কিছুদিন পূর্বে তার পিতা মারা যাওয়ার ফলে তাদের পরিবারের আর্থিক অসচ্ছলতা নেমে আসে। আর্থিক টানাপোড়েন এর মধ্যে তার শিক্ষা গ্রহণ অনেকটাই ব্যাহত হচ্ছিল। তার আবেদনের প্রেক্ষিতে শিশুদের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিক্ষাসহায়ক বইসেট উপহার হিসেবে প্রদান করা হয়।
হাফসা আক্তার জানান, পড়াশোনা চালিয়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো আর্থিক অভাবে হয়তো আর পড়াশোনা করতে পারবো না। শিশুদের হাসি ফাউন্ডেশনের কথা অনেক আগে থেকেই শুনেছি,তাই নিরুপায় হয়ে তাদের কাছে আবেদন জানাই। শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও বড় হয়ে মানুষের সেবায় কাজ করতে চাই।
শিশুদের হাসি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শরফুদ্দিন আলম ভান্ডারী বলেন, আমরা বিগত দিনগুলোতে অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাউপকরণ ও আর্থিক শিক্ষা সহায়তা দিয়ে আসছি। শিক্ষা সহায়তা এমন কার্যক্রম আমাদের সারাবছরব্যাপীই চলে। কারও যাতে আর্থিক অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেই লক্ষ্যে আমরা সর্বাত্মক কাজ করছি এবং সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
বই সেট দেওয়ায় সহযোগিতা করেছেন চারুপাঠ লার্নিং এইড এর প্রতিষ্ঠাতা ও শিশুদের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ।