মোঃ হাফিজুর রহমান (স্টাফ রিপোর্টার)
" স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুর জেলা মেলান্দহ উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মেলান্দহ শহীদ মিনার মুক্ত মঞ্চ মাঠ প্রাঙ্গণে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন - উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বেলা ১২ টার সময় মেলান্দহ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর স্টল প্ররিদর্শন করেন - জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোহাম্মদ শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী। উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ'র সঞ্চালনায় আরো ও বক্তব্য রাখেন - উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ হাসমত আলী ও শামীমা আক্তার।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিয়ান হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৪২টি স্টল স্থান পেয়েছে। স্টল ঘুরে দেখা যায় - গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোশ, কবুতর, হাস মুরগী ও খাদ্য দ্রব্যসহ প্রদর্শনীতে অন্তর্ভূক্ত হয়েছে।