চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
জামালপুর জেলায় কর্মরত অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষার লক্ষ্যে জামালপুরে আত্মপ্রকাশ করেছে অনলাইন জার্নালিস্ট ক্লাব। ৫ মার্চ রাতে শহরের শ্যামলবাংলা’য় মূলধারার প্রিন্ট ও টেলিভিশন মাধ্যমের বাইরে শুধুমাত্র অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে এ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়।
বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও জামালপুর সাহিত্যঙ্গনের এক উজ্জ্বল মুখ, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমকে আহ্বায়ক ও পিবিএ’র স্টাফ রিপোর্টার রাজন্য রুহানিকে সদস্য সচিব করে গঠিত হয় ১১ সদস্যদের আহ্বায়ক কমিটি।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কলকাতা এক্সপ্রেসের সাংবাদিক শাহ্ আলী বাচ্চু ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক বিশ্বজিৎ দেব।
সদস্যরা হলেন ডেইলি বাংলাদেশের সাংবাদিক দেলোয়ার হোসেন, লাইভ নিউজ ২৪ বিডির সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা, সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক রকিব হাসান নয়ন, সিএনআইয়ের সাংবাদিক ইমরান মাহমুদ, বিডিনিউজ টাইমসের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, ভি নিউজ বিডির সাংবাদিক মো. আলমগীর, সকালের আলোর সাংবাদিক এসএম হোসাইন আছাদ।
তথ্যপ্রযুক্তির এই যুগে এবং বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক শক্তি হিসেবে কাজ করার প্রয়াসে এই ক্লাব অঙ্গীকারবদ্ধ।