রিপোর্টঃ মাহমুদুল হাসান মুক্তা
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কেক কাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জামালপুর জেলা প্রতিনিধি মো. বিপুল মিয়া।
অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সদস্য, সহযোগী সদস্য, জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।