মোঃ হাফিজুর রহমান (স্টাফ রিপোর্টার)
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৫নং নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা সৈয়দুজ্জামানের ছেলে মোঃ শফিকুল ইসলামের সাথে একই গ্রামের মৃত আঃ রশিদ কামারের ছেলে ভেংগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম রব্বানী খোকন গংদের মধ্যে ৫৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ/২০২৩ সোমবার আনুমানিক দুপুর বারোটার দিকে গোলাম রব্বানী খোকন প্রায় ৭০/৮০ লোকজন নিয়ে জমিতে এসে জমি দখলের চেষ্টা করেন এবং জমির সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে নতুন করে সীমানা খুটি গেঁড়ে দেন।
সংঘাত এড়াতে ভুক্তভোগী শফিকুল ইসলাম বিষয়টি ৯৯৯ তে কল করে জানালে ইসলামপুর থানার এস আই মাজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে সরেজমিনে ঘটনার সত্যতা পান এবং এবিষয়ে গোলাম রব্বানী খোকনের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন।
এ ঘটনায় কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায় , শফিকুল ইসলাম ও গোলাম রব্বানী খোকনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ ও হয়েছে। কিন্তু কোন সুরাহা না হওয়ায় শফিকুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
মামলা নং ১৯/২০২২, যাহা চলমান।
ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, গোলাম রব্বানী খোকন গংরা গায়ের জোরে লোকজন নিয়ে এসে অতর্কিত ভাবে জমি দখলের চেষ্টা করে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কোন সংঘাতে না জড়িয়ে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আদালতে মামলা চলমান, মামলার রায় যাদের পক্ষে হবে আমি সেটাই মেনে নেবো। কিন্তু গোলাম রব্বানী খোকনের এমন কার্যকলাপে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করতে পারে।