নিহত অটোরিকশা চালক রাসেল মিয়া
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে অটো চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার বিকালে মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত লাশটি মেলান্দহ উপজেলার নাংলা মাঝবন্ধ এলাকার দুলাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (১৬)। স্থানীয় এক কৃষক গাছের পাতা কাটতে গিয়ে দূর্গন্ধ পায় এবং এগিয়ে দেখে লাশ। লাশের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভিড় জমতে থাকে লাশ দেখার জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে অটোচালক রাসেল গত শনিবার বাড়ী থেকে অটো নিয়ে প্রতিদিনের মতো বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়- স্বজনের বাড়ী খোঁজখবর নিয়েও পাওয়া যায়নি।
এ ঘটনায় মেলান্দহ থানায় গত সোমবার একটি সাধারণ ডায়েরি করেছিলেন রাসেল এর বাবা দুলাল মিয়া। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এস আই জিন্নত আলী জিন্নাহ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।