মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে বেসিক ক্যাডেট একাডেমি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,পুরুস্কার বিতরণী, নবিনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জাতীয়,স্কাউট ও ক্রীড়া পতাকা উত্তোলণ শেষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
অত্র একাডেমি'র চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব দৌলত জামান দুলালের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও একাডেমির কো চেয়ারম্যান শওকত আলী, উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বিআরডিবি কর্মকর্তা রহুল আমীন, পল্লী বিদুৎ এর জিএম জসিম উদ্দিন, একাডেমির প্রধান শিক্ষক ফরিদ আহমদ ও সেক্রেটারি জাকিউল ইসলাম প্রমূখ।
পৃষ্ঠপোষকতায় বেসিক ক্যাডেট একাডেমির অর্থ সচিব আবুল হাশেম ও প্রচার সচিব মোঃ ইলিয়াস, পরিচালনা পর্ষদ এর সদস্য আতাউর রহমান, হাফিজুর রহমান, মাসুদুর রহমান, আলাল উদ্দিন,নজরুল ইসলাম,আলম শাহ্, অর্পন কুমার গোপ।
এ সময় শিক্ষক/শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।