মোঃ হারুন (রামগঞ্জ প্রতিনিধি) লক্ষ্মীপুর
গত ১০/০৩/২০২৩ শুক্রবার "স্বাধীন বাংলা ব্লাড ফাউন্ডেশন" এর আলোচনা সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩য় বার্ষিকী কোরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা এবং অসহায়-দুঃস্থ মানুষদের সাথে রমজানের ও ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব,
৮নং পৌর কাউন্সিলর শহীদ পাটোয়ারী সাহেব, স্বাধীন বাংলা ব্লাড ফাউন্ডেশন এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম সাহেব, হাফেজ মানছুর আহমেদ সাহেব।
আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত ভারপ্রাপ্ত পরিচালক মেহেদী হাসান, সম্মানিত সভাপতি বাকী বিল্লাহ মেহেরাজ, সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি শাহাদাত হাজী, সম্মানিত সাধারণ সম্পাদক হারুন এলাহী, প্রচার সম্পাদক রাহুল আহমেদ, অর্থ-সম্পাদক ফয়েজ আহমেদ, ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আবদুর রহমান, তারেক হোসেন, রাসেদুল আলম এবং এলাকায় অনেক সম্মানিত ব্যক্তি বর্গ।