মোঃ হাফিজুর রহমান (স্টাফ রিপোর্টার)
জামালপুর জেলা মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইন শৃঙ্খলা বিষয়ে উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা, সুধীবর্গ ও সাংবাদিকদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলাস্থ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আলোচকের বক্তব্য রাখেন – ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে সম্মানিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জোহরা সুলতানা যুথি’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ থানা তদন্ত কর্মকর্তা কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী।
এছাড়াও বক্তব্য রাখেন দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা হেনা চৌধুরী, ঘোষের পাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, সাংবাদিক আব্দুল হাই ও সাংবাদিক শাহ জামাল। প্রকাশ থাকে যে, উপজেলার কর্মকর্তাগণ দাপ্তরিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।