চ্যানেল ১১ নিউজ (ডেস্ক)
রবিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি, দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান বিপিএম পিপিএম বার, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে ও ফলক উম্মোচন করে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।