এনামুল হাসান শাহিন (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জের হোসেনপুরে এজেন্ট ব্যাংকিং এর মালিক আলমগীর গ্রাহকদের সাথে প্রতারণা করে আনুমানিক ১৫ কোটি কোটি টাকা নিয়ে উধাও!
স্থানীয়সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার হুগলাকান্দি বোর্ডের বাজারে দীর্ঘদিন যাবৎ আশপাশের এলাকার মানুষদের সাথে বিশ্বাস পুঁজি করে সুনামের সাথে "ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং" ব্যবসা করে আসছিল "মেসার্স আলমগীর ট্রেডার্স" এর মালিক আলমগীর! এবং ব্যাংকের ম্যানেজার পদে দায়িত্বরত ছিল মানিক খান।
আরও জানা যায় আশেপাশের বাজারে তার মালিকানাধীন আরও এজেন্ট ব্যাংকিং ব্যবসা ছিলো। আলমগীর ডাচ-বাংলা ব্যাংকের নাম করে স্থানীয়দের সাথে প্রতারণা করে আসছিল। গ্রাহকদের ডিপিএস এর কথা বলে বিভিন্ন অধিক লাভের সুবিধা দেখিয়ে গ্রহকদের কাছ থেকে টাকা নিয়েছিল। গ্রাহকেরা অধিক লাভের আশায় বিভিন্ন এমাউন্টের ও বিভিন্ন সহযোগীতা মূলক ফান্ড থেকে টাকা জমা করে আসছিল। এবং চেক বইয়ের নাম করে ডকুমেন্ট দিয়ে প্রতারণা করে আসছিল আলমগীর ও তার সহযোগী মানিক।
কিন্তু পরবর্তী সময়ে জানা যায় গ্রাহকের সেই টাকা আলমগীর এর নিজের একাউন্টে জমা করেছিল। সে "ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং" এর নামে টাকা জমা নিয়েছিল। সে ব্যাংকের মূল ডকুমেন্টস কাউকে দেয়নি। যতক্ষণে গ্রাহকরা বুঝে গিয়েছিল যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে ততক্ষণে এজেন্ট মালিক আলমগীর, মানিক খান ও তার সহযোগীসহ পাঁচজন রাতের আধারে তারা উধাও হয়ে যায়। আজ দুপুরে হোগলাকান্দি বোর্ডের বাজারে ভুক্তভোগী গ্রাহকেরা বিক্ষোভ করে। এবং তাদের বিচার ও শাস্তি দাবি করে।