মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুর মাদারগঞ্জের ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কোরআন তেলাওয়াতের পর জাতীয়,স্কাউট ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদারের সভপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব দৌলত জামান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সেনাবাহিনী ইঞ্জিনিয়ার আকিল আহমেদ, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম।
সমাপনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি। আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং ক্রীড়ানুষ্ঠান পরিচালনায় ছিলেন কম্পিউটার শিক্ষক আলী হোসেন স্বপন ,সহকারী শিক্ষক ফারুক আহমেদ এবং শরিরচর্চা শিক্ষক আক্কাছ আলী ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল সোহাগ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জমশের আলী মেম্বার, ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল কবির, মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম মামুন, এস এ ইউ এ নির্বাহি পরিচালক মাসুদুর রহমান শোভন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।