চ্যানেল ১১ নিউজ ( ডেস্ক)
” মুজিব বর্ষের অঙ্গীকার – ঘর হবে সবার”
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা – মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
এর ধারাবাহিকতায় ১ম,২য় ও ৩য় পর্যায়ে ৪৬৭ টি পরিবারকে এ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়েছে।
৪র্থ পর্যায়ে ৩৩ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে মেলান্দহ উপজেলায় মোট ৫০০ টি পরিবারকে পুনর্বাসিত করা হবে।
আগামী ২২-০৩-২৩ ইং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন ও আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা কল্পে ২০-০৩-২৩ ইং মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরা আক্তার যুথি, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আঃ রাজ্জাক,উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক মোঃ আবুল হাসেম, মোঃ মোতালেব হোসেন, রুমা আক্তার সহ অনেকেই।