রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওলামা কেরামগণ মাহে রমজানকে উপলক্ষ করে বিশাল এক গনমিছিলের আয়োজন করেন।
উক্ত মিছিল বকশীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার বাস স্ট্যান্ড চার রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে এক পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
বক্তব্যের বিষয়বস্তু ছিল ,রমজান মাস কে উপলক্ষ করে যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট না হয় সে ব্যাপারে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয় সংযমের মাস হিসেবে তাদের স্লোগান ছিল রমজান মাসে যে কোন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান ও এর পবিত্রতার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী বক্তব্য রাখেন সভাপতি মাওলানা আব্দুল মজিদ( ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখা) সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান।