মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্ল্যাহ রিমু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শামসুজ্জোহা, সমাজসেবক জিয়াউল হক, সহকারী শিক্ষক ইউসুফ আলী প্রমূখ।
সঞ্চালনায় ধর্মীয় শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম। অত্র বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী বিজ্ঞান ও মানবিক বিভাগসহ মোট ১৭২ জন। উল্লেখ্য যে, বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের জন্য ও প্রতিষ্ঠাতা সভাপতিবমরহুম মির্জা আবুল কাশেম এর মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় মহিলা কাউন্সিলর ফাহিমা বেগমসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক/শিক্ষিকা মন্ডলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।