মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২২-২৩ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর খামারবাড়ি উপ পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।
বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর খামারবাড়ি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারগঞ্জের কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম। সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারগঞ্জের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার নার্গিস আক্তার ও আফরোজা বেগম, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার ও আব্দুন নূর লাল মাষ্টার সহ উপসহকারি বৃন্দ/কর্মচারীবৃন্দ, সিআইজি কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মেলায় অংশগ্রহণকারী সেরা স্টলদাতাদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।