জামালপুরের মাদারগঞ্জে নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মডেল থানার ওসি মুহাম্মদ মাহাবুবুল হক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল। পরে অতিথিদের মাঝে ও প্যারেড ও কুচকাওয়াজ এর টিম লিডারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেল এএসপি স্বজল কুমার সরকার, এসিল্যান্ড আমেনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবাসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্যারেড ও কুচকাওয়াজ অনু্ষ্ঠিত হয় এবং সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। বিকালে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধণা অনু্ষ্ঠিত হয়।