মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি'র উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি স্বজল কুমার সরকার, জেলা সমবায় অফিসার আতিকুর রহমান আতিক,বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান তালুকদার উজ্জল, শতদল বহুমুখী সমবায় সমিতি'র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি'র সভাপতি রায়হান রহমতুল্ল্যাহ রিমু, সঞ্চালনায় সাধারণ সম্পাদক কামরুল হাসান। এ সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক,মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু সহ সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সীমিত পরিসরে ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়।