মোঃ নূরুল ইসলাম (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁয় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে সাবেক একজন ইউপি মেম্বার নিহত। জমি নিয়ে বিরোধ ও মারপিটে নিহতের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন এর চকগোড়া গ্রামে।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে আটক করেছেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে শুক্রবার দুপুরে জমিজমা নিয়ে বিরোধ এর জের ধরে প্রতিপক্ষের মারপিটে চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ মারাত্বক জখম হলে লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মহাদেবপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌছে মৃতদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ওসি আরো জানান, এঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে।