মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
মাদারগঞ্জ উপজেলা কৃষকলীগের প্রতিবাদ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। প্রথম আলো পত্রিকায় সরকার বিরোধী প্রকাশিত সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি শামিম আহম্মেদ দুদু''র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য সাবেক যুব ও ছাত্রনেতা মোশারফ হোসেন বাদল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউল আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সমন্বকারী অধ্যক্ষ মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, উপজেলা,শহর,ইউনিয়ন,ওয়ার্ড কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বাদল বলেন- মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্যের মাধ্যমে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশ করা হয়েছিল। এটা আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড কে বাধাগ্রস্ত করার জন্য, এই পত্রিকা সরকারের অপ প্রচার চালাচ্ছে। যারা সরকার বিরোধী মিথ্যা তথ্য প্রচার করছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করার জন্য যারা অপ প্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হই প্রতিবাদ করি।