মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে নব যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ খরকা হলরুমে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন, জামালপুর জেলা শাখার আহবায়ক শাহ্জাদা হোসেন আকন্দ। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম রিপন ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক মাহমুদুল হক ।
এসময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বকারী জাকারিয়া সাঈদ পলাশ, চর চাঁদপুর উসমান গণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রাজেশ পারভেজ, নব যোগদানকৃত পূর্ব নলছিয়া এ.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক পলাশ,দক্ষিণ কড়ইচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদিয়া জাহান প্রমূখ।
এর পূর্বে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে নব যোগদানকৃত ১৬৭ জন সহকারী শিক্ষক কে বরণ করে নেন অতিথিবৃন্দরা। ইফতারের পূর্বে দোয়া করা হয়।