মাহমুদুল হাসান মুক্তা (জামালপুর)
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ।
জানা যায়, জেলা শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মাঝে ৫০ বস্তা চাল, ২ বস্তা ডাল, ৫ কার্টুন সয়াবিন, ৫০ বস্তা মুড়ি, ১ কার্টুন খেজুর, ১ বস্তা কালোজিরা চাল ও ১৩ কেজি মাংস তুলে দেওয়া হয়।