মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে সোলার প্যানেল স্থাপনে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আতামারী ফাতেমা মির্জা রওশন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়। ৫ নং জোড়খালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম শাহালী খান, শ্রম সম্পাদক ফরিদুল ইসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ারুল হাসান উজ্জল, সদস্য মিনহাজ উদ্দিন মাষ্টার ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সদস্য ও চেয়ারম্যান সুজা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আমিনুর মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হামিদ মেম্বার, সভাপতি হারিছ মন্ডল, জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোস্তফা, মৎস্যজিবীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয়রা।
বক্তারা বলেন কাইজার চরে সোলার পাওয়ার প্যানেল প্রকল্প বাস্তবায়নে বাধা দিলে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার আহবান জানান। কথিত কৃষক আন্দোলনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের অংশ মাদারগঞ্জের উন্নয়নের রুপকার মির্জা আজম এমপির স্বপ্ন যারা ধূলিসাৎ করার পায়তারা করছেন তারা মনে রাখবেন, ৭১ এ পাকিস্তানিরা এই অঞ্চলে আসতে পারে নাই।
মুক্তিযুদ্ধের সময় ছিলো মুক্তাঞ্চল। তাই বলি কথিত আন্দোলনের নামে পানি ঘোলা করবেন না। মাদারগঞ্জের শান্ত মানুষ জেগে উঠলে পালানোর জায়গা পাবেন না। এখানে স্থানীয় ভাবে যারা বসবাস করছেন আমরা তাদের থাকাসহ কর্ম করে খাওয়ার মত পরিবেশ ও তৈরি করবো। আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করবো কাউকে কষ্টে রাখবো না। এই অঞ্চলে সোলার প্যানেল এর কাজ শতভাগ বাস্তবায়ন হলে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানসহ উন্নয়নে এগিয়ে যাবে সুবিধা ভোগ করবে জনগণ।