চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
আসন্ন ঈদ ইভেন্ট বাস্তবায়নের জন্য মানবতার সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মানবতার ফেরিওয়ালাদের নিয়ে গঠিত এ আহ্বায়ক কমিটিতে-
আহবায়কঃ রাজিবুল ইসলাম রিপন
যুগ্ম আহবায়ক(১) শাকিল আহাম্মেদ
যুগ্ম আহবায়কঃ আসাদুল ইসলাম আসাদ, আকলিমা আফরোজ আঁখি, রাসেল হোসাইন, সদস্য সচিবঃ হারুন মল্লিক নীল
সদস্যঃ সিহাব উদ্দিন, বোরহান, ওমর ফারুক, ইউসুফ আহমেদ সুমন,হৃদয় খান, ইউসুফ আলী, মোঃ সামির, সামিউল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, এস কে শাহীন, ইউসুফ নবীন সানজিদা ইসলাম স্বপ্না, পিয়াস আহমেদ, মোঃ মোক্তাদির তালুকদার, মোঃ মতিনূর রহমান, মেহেদী হাসান, আবু তাল্লাদ, সজিব শেখ, জুয়েল রানা, রায়হান খান, শাকিল আহাম্মেদ, নিজাম,হাবিবুর রহমান, জুয়েল রানা, মোঃ শরিফুল ইসলাম, তানজিম আহমেদ দীহান, মোঃ রফিকুল ইসলাম, হেদায়েতুল্লাহ, শাহিন আলম প্রমুখ।